কতটা ভয়াবহ হতে চলেছে ঘূর্ণিঝড় ‘ডানা’?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এই মুহূর্তের সবচেয়ে আশঙ্খা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা ‘। কালীপুজোর মুখে বাংলা -উড়িশা উপকূলে ২৪ অক্টোবর আছড়ে পড়তে চলেছে ‘ডানা ‘। এমনটাই জানাচ্ছে হওয়া অফিস। বৃহষ্পতি বার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ১২০ কিলোমিটার। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তবে বৃহষ্পতিবার কমলা সতর্ক জারি করা হয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ‘ডানা ‘ দাপট দেখা যাবে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রাম।
দুর্যোগের জেরে মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। শীতের সব্জি ও আলু চাষের প্রক্রিয়া ক্ষতির মুখে পড়তে পারে। জলমগ্ন হয়ে ঘরবাড়ি, রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া সহ একাধিক বিষয়ে আগাম সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের বুধ থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে না থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন সবক’টি রাজ্যকেই সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বিশেষভাবে সতর্ক করা হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সরকারকে। আয়লা, অমফান, যশকেও কি ছাপিয়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ডানা ‘।