রাজ্য বিভাগে ফিরে যান

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিঁধে মুখ্যমন্ত্রীর মানবিক মুখের প্রশংসা BJP সাংসদের

October 22, 2024 | 2 min read

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিঁধে মুখ্যমন্ত্রীর মানবিক মুখের প্রশংসা BJP সাংসদের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ডাক্তাররা অনশন প্রত্যাহার করে নিয়েছেন। যদিও তার আগে একের পর এক গেরুয়া নেতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করেছেন। সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে ফেললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডাক্তারদের ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেন তিনি। এই আন্দোলন নিয়ে তৃণমূলের সুরেই সুর মেলান প্রাক্তন বিচারপতি। তাঁর দাবি, গণ আন্দোলনের পিছনে কোনও দলের মদত রয়েছে। সিপিআইএম ও অতি বাম মনোভাবাপন্ন গোষ্ঠী জুনিয়র ডাক্তারদের পিছনে রয়েছে বলে মনে করেন অভিজিৎ। তাঁর দাবি, যাঁরা নির্যাতিতার বিচার চাইছেন তাঁরা জুনিয়র ডাক্তারদের ভারতনাট্যম দেখতে যাচ্ছেন না।

কখনও দিলীপ ঘোষ, কখনও শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, মূল লক্ষ্য থেকে সরে এসেছেন জুনিয়র ডাক্তাররা। একই সুরে কথা বললেন আরও এক বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তাঁর কথায়, “রোগীরা হাসপাতালে আসছেন অথচ ভর্তি হতে পারছেন না। এতে ডাক্তাররা নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন।” ডাক্তারদের আন্দোলনকে জনবিরোধী বলে দাবি করেছেন অভিজিৎ। তাঁর ধারণা, এই আন্দোলন আদালতে এক মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে।

ইন্টারভিউ চলাকালীন ডাক্তারদের চাকরি নিয়ে প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এতদূর যাবেন। এখনও তাঁর মানবিক মুখ দেখা যায়। তবে ডাক্তাররা ভুল করছেন। এটা কোন আন্দোলনই হচ্ছে না। তাদের আন্দোলন অন্ধকার গলিতে ঢুকে পড়েছে । মনে রাখতে হবে যে মানুষ নির্যাতিতার বিচার চাইছে ডাক্তারদের ভারতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না।”

চিকিৎসকদের আন্দোলনের পিছনে বামেদের মদত রয়েছে বলে অভিযোগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ডাক্তারদের আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে। ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন তাঁরা অরাজনৈতিক নন। তাঁদের পিছনে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএমের কিছু অংশ আর অতি বাম কিছু অবয়বহীন গোষ্ঠীরাই ডাক্তারদের আন্দোলনকে চালাচ্ছে।”

উল্লেখ্য, আন্দোলনে জুনিয়র ডাক্তারদের জমায়েতে গিয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন চিকিৎসকরা। সে প্রসঙ্গে অভিজিৎ অভিযোগ করেন, সিপিএমের বহু নেতা বা নকশালদের বেশ কয়েকজনকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দেখা গিয়েছে। তাঁদের ঘিরে কখনও গো ব্যাক স্লোগান শোনা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#junior doctors, #Abhijit ganguly, #Mamata Banerjee

আরো দেখুন