দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না, দায়িত্ব নেবেন ১১ নভেম্বর
October 25, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না। বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন। তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি খন্নার নিয়োগে বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক এক্স পোস্টে জানান,’ ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতির সাথে পরামর্শের পর, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক শ্রী বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে খুশি হয়েছেন। ১১ ই নভেম্বর, ২০২৪ থেকে কার্যকর।’