নেশা ছেড়ে খুনে দেবদাস? আসছে নতুন রহস্য ওয়েব সিরিজ

নেশাতুর এই ট্র্যাজিক হিরো নিজের দুঃখ ভুলে থাকে সুরার সঙ্গতে। এবার সেই দেবদাস মুখুজ্জে জড়িয়ে পড়বে খুন ও রহস্যে।

September 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেবদাস বলতেই আমাদের চোখে ভাসে মদ্যপ এক চরিত্রের ছবি। নেশাতুর এই ট্র্যাজিক হিরো নিজের দুঃখ ভুলে থাকে সুরার সঙ্গতে। এবার সেই দেবদাস মুখুজ্জে জড়িয়ে পড়বে খুন ও রহস্যে। সৌজন্যে, পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘দেবদাস ও একটি খুনের গল্প’ ওয়েব সিরিজ়।

একটি বাংলা দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্রদের কেন্দ্র করে তৈরি এই ফিকশনের প্লটে বড়সড় পরিবর্তন আনা হয়েছে, চরিত্রেও রদবদল করা হয়েছে। লুক সেট হয়েছে সম্প্রতি। দেবদাসের চরিত্রে অর্জুন চক্রবর্তী, পার্বতীর ভূমিকায় মধুমিতা সরকার। চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। চন্দ্রমুখীর চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল সোহিনী সরকারকে। তবে শেষ পর্যন্ত রাইমাকে বেছে নেওয়া হয়েছে।

বাংলা দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজ়ে চন্দ্রমুখীর চরিত্রটি ঘিরেই দানা বাঁধবে রহস্য। প্রেম ও এক রহস্যজনক খুনের গল্প নিয়ে সিরিজ়। রহস্য গড়াবে কলকাতা ছাড়িয়ে পাহাড়ে, যেখানে চন্দ্রমুখীর সঙ্গে দেখা হয় দেবদাসের। এই দেবদাসের মদ্যপানের নেশা নেই। তবে কীসের নেশায় আসক্ত সে? রহস্য সেখানেই। পাহাড়ে আউটডোরের পরিকল্পনা চলছে। আগামী মাসেই শুটিং শুরু হওয়ায় কথা এই সিরিজ়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen