প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি বস্তিতে আগুন, কোপে বেশ কয়েকটি ঝুপড়ি
October 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি বস্তিতে আগুন, কোপে বেশ কয়েকটি ঝুপড়ি। আজ সকালে এই এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়েছেন ২৩-২৪ বছরের এক যুবক। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙ্গুর হাসপাতালে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কোনও ট্রেন ছাড়বে না।
#Sealdah #Trains #Train #RailwayService #SouthEasternRailway #CycloneDana #Drishtibhongi
এবছর বঙ্গে প্রস্তুত হওয়া এবং শিবকাশিতে তৈরি হওয়া বাজির দাম বাড়তে চলেছে।
#FireCrackers #Price #BajiBazar #Kalipujo #Drishtibhongi