এক দশক পর UN-এ যাচ্ছে দেশের সাংসদদের Unofficial প্রতিনিধি দল? শক্তিশালী বিরোধী পক্ষের জের?

প্রায় এক দশক পর দেশে শক্তিশালী বিরোধী দল তৈরি হয়েছে।

October 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রায় এক দশক পর দেশে শক্তিশালী বিরোধী দল তৈরি হয়েছে। সংসদের ভিতরে ইন্ডিয়া জোটের শক্তি ভালোই টের পাচ্ছেন শরিকের কাঁধে ভর করে সরকার গড়া মোদী। ওয়াকফ বিল হোক বা স্বাস্থ্য বিমায় জিএসটি বারবার ব্যাকফুটে মোদী সরকার। শোনা যাচ্ছে, এবার প্রায় এক দশক পর ফের ইউনাইটেড নেশনে দেশের সাংসদদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। যদিও তা অফিসিয়াল নয়। অর্থাৎ প্রতিনিধি দলের কোনও সদস্যই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (জেনারেল অ্যাসেম্বলি) বক্তব্য রাখতে পারবেন না। এমনকি কমিটি মিটিঙয়েও বলতে পারবেন না তাঁরা।

উল্লেখ্য, প্রতি বছর ভারত থেকে সাংসদদের প্রতিনিধি দল নিউ ইয়র্কে রাষ্ট্র সংঘের সাধারণ সভায় অংশ নিত। বার্ষিক সভায় তাঁরা বক্তব্য রাখতেন। প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত নেহেরুর আমলে, তাঁরই উদ্যোগে এই প্রথা শুরু হয়। ২০১৪ সালে বিজেপি আসতেই তাতে ছেদ পড়ে। ২০১৫ সালে শেষবার ডেলিগেশন গিয়েছিল। ফের রাষ্ট্র সংঘে প্রতিনিধি দল পাঠানো শুরু করার আবেদন করে রাজ্যসভা ও লোকসভায় চিঠি দেয় তৃণমূল। চব্বিশের ভোটে অনেকটাই কোণঠাসা বিজেপি, বিরোধী শক্তিশালী হতেই ফের চালু হচ্ছে রাষ্ট্র সংঘে প্রতিনিধি দল পাঠানো।

জানা যাচ্ছে, নভেম্বরের ৪-৮ তারিখ পর্যন্ত রাষ্ট্র সংঘে দেশের সাংসদদের প্রতিনিধি দল যাচ্ছে। সূত্রের খবর, নিউ ইয়র্ক যাচ্ছেন সাংসদ রামগোপাল যাদব, তিরুচি শিবা, রাজীব শুক্লা, সুস্মিতা দেব, স্বাতী মালিওয়াল, ইন্দুবালা গোস্বামী, সম্বিত পাত্র, সস্মিত পাত্র প্রমুখেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen