পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

অভিনব থিমে সেজে উঠেছে উলুবেড়িয়ার খলিশানী কালীতলা

October 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালীপুজোকে কেন্দ্র সেজে উঠছে উলুবেড়িয়ার খলিশানী কালীতলা। কয়েকশো বছরের প্রাচীন খালিশানীর দক্ষিণা কালীর মন্দিরে বুড়িমার কাছে মনষ্কামনা জানাতে ছুটে আসেন ভক্তরা।

খলিশানী কালীতলার খলিশানী আর জি অন্যতম বিখ্যাত পুজো। ৬৭ বছরে পদার্পণ করা পুজো কমিটির এবারের থিম বাংলার টানে। প্রাচীন বাংলার মা-ঠাকুমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র আজ লুপ্তপ্রায়। বাংলার প্রাচীন শিল্পকে নিয়ে সেজে উঠছে মন্দির। প্রাচীন বাংলার কুলো, ধুনুচি, কুলোম, কুনকে-সহ বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। মা কালী থাকবেন বাংলার বধূর সাজে।

মহাকালী ফুটবল ক্লাবের পুজো এবার ৮৮ বছরে পদার্পণ করল। পুজো কমিটির এবারের ভাবনা ‘আদিবাসীর আঙিনায়’। পুজো মণ্ডপকে আদিবাসী গ্রামের আদলে সাজিয়ে তোলা হচ্ছে। আদিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শিক্ষা, শিল্প সংস্কৃতি তুলে ধরা হবে মণ্ডপে। ক্লাবের এবার শতবর্ষ। খলিশানী নেতাজি সংগ্রামী সঙ্ঘের পুজো এবার ৬৭ তম বর্ষে পা দিল। পুজো কমিটির সম্পাদক তাপস কোদালি বলেন, দক্ষিণ ভারতের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uluberia, #Khalisani Kalitala, #fancy theme

আরো দেখুন