কালীপুজোয় দক্ষিণবঙ্গে কোনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ সপ্তাহে কালীপুজো—দেওয়ালি থেকে ছট উৎসব পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির মেঘ তৈরি হয়েছে। আগামী দিনে এই প্রবণতা আরও কমতে থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। বড় জোর কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও পরিস্থিতি একইরকম থাকবে।
আকাশ পরিষ্কার হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের এখনই হবে না। উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমে ভোর ও রাতের দিকে হাল্কা শীতের অনুভূতি পেতে এখনও কিছুদিন সময় লাগবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য এখনও ভ্যাপসা গরম কিছুটা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প কমার পাশপাশি মৃদু্ উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করলে তবে হাল্কা শীতের অনুভূতি মিলবে।
ডানা চলে গেলেও ঘূর্ণিঝড়প্রবণ সময় এখনও পেরয়নি। অক্টোবর-নভেম্বর মাসজুড়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা থাকে। আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষদিকে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ডানা সৃষ্টির গোড়াপত্তন এখানেই হয়েছিল। তবে ওই ঘূর্ণাবর্তটি কতটা শক্তি বাড়াবে বা কোনদিকে যাবে, সেই ব্যাপারে পূর্বাভাসে কিছু বলা হয়নি।