দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে সেজে উঠেছে মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫১ সতীপীঠের অন্যতম মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির, দীপান্বিতা অমাবস্যায় কালীপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে। মন্দির ও সংলগ্ন এলাকা সাজিয়ে তোলার কাজ চলছে। হাজার হাজার ভক্ত ভিড় জমাবেন। কালীপুজোর রাত থেকে পরদিন সন্ধ্যা অবধি পুজো এবং যাগযজ্ঞ চলবে। পুজো শেষে মানতের ছাগবলি দেওয়া হবে।
কিরীটেশ্বরী মৌজায় অবস্থিত মন্দিরটি সম্ভবত মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম মন্দির। দেবীর নাম অনুসারে গ্রামের নাম হয়েছে কিরীটেশ্বরী। তান্ত্রিকমতে এবং পীঠনির্ণয় ও পুরাণকাহিনী অনুসারে, দেবী সতীর কিরীট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল মন্দিরে। এই স্থানকে মহাপীঠ বলা হয়। দেবীর কোনও অঙ্গ পতিত না হয়ে ভূষণ পতিত হওয়ায় অনেক তন্ত্রবিদ কিরীটেশ্বরীকে পূর্ণ সতীপীঠ না বলে উপপীঠও বলে থাকেন।
ভবিষ্য পুরাণের ভৌগোলিক বিবরণ ব্রহ্মাণ্ড অধ্যায়ে কিরীটকোণার উল্লেখ পাওয়া যায়।
১৪০৫ সালে আদি দক্ষিণমুখী মন্দিরটি তৈরি হয়েছিল। মন্দির এখন লুপ্ত। গ্রামের দক্ষিণ অংশের কয়েক বিঘা জমিজুড়ে বর্তমান কিরীটেশ্বরী মন্দির ও আরও কয়েকটি মন্দির রয়েছে। অষ্টাদশ শতকের প্রথমদিকে পশ্চিমমুখী মন্দিরটি তৈরি করান কানুনগো বঙ্গাধিকারী দর্পনারায়ণ রায়। মন্দিরের ভিতরে একটি মর্মরবেদীর উপর রয়েছে কালো পাথরের পীঠিকা।