পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

মধ্যমগ্রামের কালী পুজোয় কোথায় কী থিম হচ্ছে?

October 30, 2024 | < 1 min read

শুম্ভ-নিশুম্ভ বধের মধ্যে দিয়েই জন্ম হয়েছিল দেবী কালিকা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের কালীপুজো খুবই বিখ্যাত। নানান থিমের মণ্ডপে সেজে উঠছে এই জনপদ। কোথাও তৈরি হচ্ছে ডিজনিল্যান্ড, কোথাও রাজস্থানের চিতোর দুর্গ। থিমে নজর কাড়তে চলেছে মধ্যমগ্রাম চৌমাথা লাগোয়া ইয়ং রিক্রিয়েশন ক্লাব। রাজস্থানের চিতোর দুর্গের সমাধিসভার মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে। ৩৭তম বর্ষে পুজোর বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। মণ্ডপের উচ্চতা ৮৫ ফুট। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল।

মেঘদূত শক্তি সংঘের ৫৩তম বর্ষের থিম ‘চক্রব্যূহ’। মধ্যমগ্রামের অন্যতম কালীপুজো মাইকেলনগর নেতাজি সংঘ। ৫৭ তম বর্ষে ঝাড়খণ্ডের মাইথন ম্যারেজ প্যালেসের আদলে মণ্ডপ তৈরি করছেন তাঁরা। রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব এ বছরের মণ্ডপ তৈরি করছে ডিজনিল্যান্ডের আদলে।

৩৭ তম বর্ষে বাংলার ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে থিম করে পুজোর আয়োজন করছে মধ্যমগ্রাম মিলন চক্র। মণ্ডপ জুড়ে থাকছে পুরনো দিনের যাত্রার পোস্টার। থাকছে অভিনেতা, অভিনেত্রীদের কাটআউট-সহ মডেল। পূর্বাশা যুব পরিষদের ৩৬ তম বর্ষের কালীপুজোয় থিম ‘স্মৃতিকথা’। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপে এলে শৈশবের স্মৃতিতে হারিয়ে যাবেন দর্শনার্থীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#theme pujos, #West Bengal, #Kali pujo, #Madhyamgram, #Kali Puja 2024

আরো দেখুন