ISL24: হায়দ্রাবাদকে ২-০ গোলে হারাল মোহনবাগান
October 30, 2024 | < 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ গাছিবউলি স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসি।
প্রথমার্ধের ৩৭ মিনিটের মাথায় এম সিং গোল করে এগিয়ে দেয় মোহনবাগান কে। হাফ টাইমে ১-০ এগিয়ে ছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৫ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় এস বোস।
খেলার শেষে এই ম্যাচ ২-০ জিতে যায় মোহনবাগান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কোনও ট্রেন ছাড়বে না।
#Sealdah #Trains #Train #RailwayService #SouthEasternRailway #CycloneDana #Drishtibhongi
এবছর বঙ্গে প্রস্তুত হওয়া এবং শিবকাশিতে তৈরি হওয়া বাজির দাম বাড়তে চলেছে।
#FireCrackers #Price #BajiBazar #Kalipujo #Drishtibhongi