মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো, দেখুন লাইভ
এবছর ৪৭ বছরে পা দিয়েছে তাঁর বাড়ির পুজো। নিষ্ঠাসহকারে এই বছরও পুজোর তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
October 31, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবছরে মত চলতি বছরেও বাড়িতে কালীপুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ৪৭ বছরে পা দিয়েছে তাঁর বাড়ির পুজো। নিষ্ঠাসহকারে এই বছরও পুজোর তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
তিথি মেনে আজ সন্ধ্যে থেকেই শুরু হয়ে গিয়েছে মায়ের পুজো। সরু বেগুনি পাড়ের সাদা শাড়ি, কাঁধে সাদা উত্তরীয় পরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ির ভিতরে ছোট্ট মণ্ডপ , প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মায়ের ভোগ রান্না, আত্মীয়দের দেখভাল সবই তিনি একাহাতে সামলান। এবছরও তার অন্যথা হয়নি।