শাহরুখ খানের জন্মদিনে দেখে ফেলুন সুপারস্টারের ৫টি সেরা সিনেমা
সুপারস্টার শাহরুখ খান তাঁর ৩২ বছরের ক্যারিয়ারে প্রায় ৭০টি সিনেমা করেছেন।
November 1, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপারস্টার শাহরুখ খান তাঁর ৩২ বছরের ক্যারিয়ারে প্রায় ৭০টি সিনেমা করেছেন। জিতেছেন বহু পুরস্কার। অগুনতি তাঁর ভক্ত দেশ পেরিয়ে বিদেশে। শাহরুখ খানের জন্মদিন ২রা নভেম্বর,১৯৬৫। আসুন দেখে নেওয়া যাক শাহরুখ খান অভিনীত ৫টি সেরা সিনেমা।
১) দিল সে
২) স্বদেশ
৩) পাঠান
৪) জওয়ান
৫) ডাঙ্কি