দেশ বিভাগে ফিরে যান

আর্থিক লেনদেন, ক্রেডিট কার্ড, টেলিকম, রেল টিকিট বুকিংয়ে আজ থেকে কার্যকর নতুন নিয়ম

November 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রিজার্ভ ব‌্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা অনুসারে আর্থিক লেনদেন, ক্রেডিট কার্ড, টেলিকম, রেল টিকিট বুকিং-সহ এক গুচ্ছ নিয়ম পরিবর্তন হচ্ছে। আরবিআইয়ের নতুন ডোমেস্টিক মানি ট্রান্সফার ফ্রেমওয়ার্ক আজ, ১ নভেম্বর থেকে কার্যকর হবে। ব্যবহারকারীদের সুরক্ষা আরও বাড়াতেই এহেন পদক্ষেপ।

১ নভেম্বর থেকে অসুরক্ষিত ক্রেডিট কার্ডগুলিতে মাসিক ফিনান্স চার্জ ৩.৭৫ শতাংশ হবে। বিদ্যুৎ ও গ্যাসের বিলের ক্ষেত্রে ৫০ হাজার টাকার উপরে পেমেন্টের জন্য ১ শতাংশ চার্জ থাকবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের জন্য কঠোর নিয়ম কার্যকর করতে চলেছে।

টেলিকম দুনিয়াতেও বড় পরিবর্তন আসতে চলেছে৷ সরকার জিও এবং এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলিকে স্প্যাম বন্ধ করতে মেসেজ ট্র্যাকিং কার্যকর করার নির্দেশ দিয়েছে৷ জিও এবং এয়ারটেলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে স্প্যাম বার্তাগুলি ট্র্যাক এবং ব্লক করার নিয়মগুলি প্রয়োগ করতে হবে। এবার থেকে টেলিকম সংস্থাগুলি সন্দেহজনক, ভুয়ো নম্বরগুলি শনাক্ত করবে। অবিলম্বে সেগুলিকে ব্লক করবে, যাতে এই নম্বরগুলি থেকে কোনও রকম বার্তা না পাঠানো যায়।

১ নভেম্বর থেকে পরিবর্তন হতে চলেছে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মেও। ১২০ দিন আগে নয়, মাত্র ৬০ দিন আগে ট্রেনের টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। যাত্রীদের টিকিট বুকিং প্রক্রিয়া সহজ করতে ভারতীয় রেলওয়ে অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Booking, #credit card, #Rail ticket, #Telecom

আরো দেখুন