নবদ্বীপের প্রাচীন আগমেশ্বরী কালীপ্রতিমার বিসর্জন দিলেন দেড়শো বেহারা – দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবদ্বীপের প্রাচীন আগমেশ্বরী কালীপ্রতিমার বিসর্জন দেওয়া হল শুক্রবার দুপুরে। পরম্পরা বজায় রেখে প্রতি বছরের মতোই শতাধিক বেহারার কাঁধে কালীপ্রতিমার মূর্তি চাপিয়ে পিরতলা খাল অবধি নিয়ে গিয়ে বিসর্জন সম্পন্ন হলো। তন্ত্রসাধক আগমবাগীশের প্রতিষ্ঠিত এই প্রতিমা বংশপরম্পরায় সান্যাল পরিবার পুজো করে আসছে। দেবী আগমেশ্বরীর প্রতিমা নিরঞ্জন দেখতে রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অংশ নেন অনেকেই।
অনেক বছর ধরে নবদ্বীপবাসীর ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই প্রাচীন আগমেশ্বরী কালীর পুজো ঘিরে। দেবীর পুজো শুরু হয়েছিল বৃহস্পতিবার নিশুতি রাতে, যা শেষ হয়শুক্রবার ভোরে।। প্রতি বছরই বেহারাদের কাঁধে প্রতিমা নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়।
পূর্ব বর্ধমানের নাদনঘাটের মাধাইপুরের সর্দারপাড়ার বেহারারা এসে দেবীপ্রতিমা বিসর্জন দেন। তাঁরাই বংশপরম্পরায় এই প্রতিমা বিসর্জন দিয়ে আসছেন। এবার প্রায় দেড়শো বেহারা প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যান। তবে একবারে ৯০জন বেহারার কাঁধে প্রতিমা চাপানো হয়েছিল। এত বড় ঠাকুর নিয়ে যেতে মাঝেমধ্যে কাঁধ পাল্টাতে হয়। তাই আরও বেহারা এসেছিলেন।
মাধাইপুরের সর্দারপাড়া থেকে বেহারারা প্রায় ৪০ ধরে এই প্রতিমার বিসর্জন দিয়েছেন। বংশপরম্পরায় তারা শিখে নিয়েছেন কীভাবে বিসর্জন দিতে হবে।