কলকাতা বিভাগে ফিরে যান

উৎসবের মরশুমে কলকাতা মেট্রো নতুন ইতিহাস! দু’মাসে বহন করেছে ৪ কোটি যাত্রী

November 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসবের মরশুমে কলকাতা মেট্রো এক নতুন ইতিহাস রচনা করেছে। বিগত দু’মাসে চার কোটি যাত্রী বহন করেছে কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের তরফে এমনই দাবি করা হয়েছে। শুক্রবার এক লিখিত বিবৃতিতে কলকাতা মেট্রো জানিয়েছে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে শহরের পাঁচটি মেট্রো রুট মিলিয়ে চার কোটি যাত্রী পরিষেবা নিয়েছে।

এই প্রতিটি মাসে, প্রায় ২ কোটি যাত্রী কলকাতার লাইফলাইনে ভ্রমণ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর মেট্রো প্রায় ৮ লক্ষ ১৪ হাজার যাত্রী এবং গত ৯ অক্টোবরে প্রায় ৯ লক্ষ ৬২ হাজার যাত্রী মেট্রোয় চড়েছিলেন। সেপ্টেম্বর এবং অক্টোবরে, এটিই ছিল সর্বোচ্চ দৈনিক যাত্রী সংখ্যা। এই সময়ের মধ্যে দুর্গাপুজো ছাড়াও লক্ষ্মী ও কালীপুজো ছিল। উৎসবমুখর এই সময়কালে বাড়তি যাত্রীর ভিড় জমেছিল বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেট্রো করিডরগুলিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #Passengers, #Kolkata Metro Railways, #Festive season

আরো দেখুন