শহরের পাঁচ মেডিক্যাল কলেজে ডিসপ্লে বোর্ড, শুরু সেন্ট্রাল রেফারেল সিস্টেম

আবারও কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

November 3, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মতো কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে বসল ডিসপ্লে বোর্ড। প্রতিটি মেডিক্যাল কলেজকে এ বাবদ ৯০ হাজার টাকা দেওয়া হচ্ছে। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হলে রোগী ভোগান্তি কমবে বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর। মেডিক্যাল কলেজে মোট কত বেড রয়েছে, কত বেড ভর্তি, কত সংখ্যক খালি তা ওয়ার্ডভিত্তিক তুলে ধরা হবে বোর্ডে। শনিবার কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজের কর্তাদের নিয়ে বৈঠক করেছেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের কর্তারা। জানা গিয়েছে, প্রাথমিকভাবে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে ইমার্জেন্সির সামনে বসছে ডিসপ্লে বোর্ড। বেডের পরিসংখ্যান দেখে রোগীদের স্থানান্তর করার সিদ্ধান্ত নিতে পারবেন পরিজনরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর অর্থাৎ শুক্রবার রাজ্যের পাঁচটি মেডিক্যাল কলেজে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজে এই ব্যবস্থা শুরু হয়েছে। ব্লক হাসপাতালগুলোকে অনলাইনে যুক্ত করা হয়েছে। বাকি ২৩টি মেডিক্যাল কলেজে আগামী ডিসেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজের সঙ্গে জেলার হাসপাতালগুলোকে যুক্ত করা হয়েছে। অনলাইন রেফারেল সিস্টেমে আউটডোরে বসে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক বুঝে নিতে পারবেন, তাঁর বিভাগে কতগুলি বেড ফাঁকা আছে। কোন মেডিক্যাল কলেজ বা হাসপাতালে কত বেড ফাঁকা আছে, সেই বুঝে জেলা থেকে রোগীদের রেফার করা হবে। ব্লক ও জেলা হাসপাতালগুলোর চিকিৎসক দেখে নেবেন, কোন হাসপাতালে রোগী পাঠানো উচিত। উল্লেখ্য, বাংলায় সেন্ট্রাল রেফারেল সিস্টেমের পাইলট প্রজেক্ট আরম্ভ হয়েছিল অক্টোবরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen