লজ্জার হার! ঘরে মাঠে ‘হোয়াট ওয়াশ’ রুখতে পারলেন না রোহিতরা

২৪ বছর পর দেশের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হল টিম ইন্ডিয়া।

November 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃতীয় টেস্টেও লজ্জার হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটারেরা রীতিমতো আত্মসমর্পন করলেন স্পিনের সামনে। একা লড়াই করলেন ঋষভ পন্থ। তাঁর ৬৪ রানের ইনিংস কাজে এল না। ২৪ বছর পর দেশের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্ট হারল ২৫ রানে, ১২১ রানেই শেষ হয়ে গেল রোহিতদের ইনিংস।

একে একে অবিবেচকের মতো নিজেদের উইকেট ছুড়ে দিলেন কোহলি, রোহিতরা। অগ্রজের অনুসরণে বিন্দুমাত্র ত্রুটি দেখাননি যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সরফরাজদের মতো ব্যাটাররা।


পন্থের লড়াই শেষ হল ৬৪ রানে। মুম্বইয়ের ২২ গজে বিপজ্জনক হয়ে উঠলেন অজাজ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন ভারতীয় বংশোদ্ভুত কিউই স্পিনার। লাগাতার তিন টেস্টে হারার ফলে ভারতের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক আরও কঠিন হয়ে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen