দেশের মাটিতে চুনকাম! গুরু গম্ভীরের চাকরি থাকবে কি?

জুন মাসে টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেই দায়িত্ব নেন গম্ভীর।

November 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বচ্যাম্পিয়ন দলের মাস্টারির চাকরি পেয়েছিলেন গৌতম গম্ভীর। জুলাই থেকে একের পর এক লজ্জার নজির গড়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ সিরিজ জয় ছাড়া কোনও সাফল্য নেই। আইপিএল-জয়ী মেন্টরের ভারতীয় দলে চাকরি টিকবে কি?

জুন মাসে টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেই দায়িত্ব নেন গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে শুরু হয় গুরু গম্ভীর জমানা। শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে ভার‍ত। কিন্তু ওয়ানডে সিরিজে ছবি বদলাতে শুরু করে। তিন ম্যাচের সিরিজ, ২-০-এ জিতে নেয় জয়সূর্যের ছেলেরা। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। সিরিজে একটাও ম্যাচে জিততে পারেনি ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ সিরিজে জয়ের পরই নিউজিল্যান্ড সিরিজ আসতে গুরু গম্ভীরের কোচিংয়ে ভারতীয় ক্রিকেটের কঙ্কাল বেরিয়ে পড়ল। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এত কম রানে ভারত কখনও অলআউট হয়নি। পরপর দুই টেস্ট হেরে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া হয় ভারতের। ৩৬ বছরে প্রথমবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। ১২ বছর পর প্রথমবার ঘরের মাঠে টেস্ট হারে ভারত। রবিবার দুপুরে ওয়াংখেড়েতে কিউয়িদের বিরুদ্ধে চুনকাম হয়ে গেল ভার‍ত। ২৪ বছর পরে এই প্রথমবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও ফিরে এল গম্ভীরের জমানায়। সমাজ মাধ্যমে অনেকেই গম্ভীরের পদত্যাগের দাবি তুলছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen