গাছ হল ভাই! অদ্ভুত ভাইফোঁটা কলাবনীর জঙ্গলে ঝাড়গ্ৰামের মহিলারা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধান-দূর্বা-চন্দন, মঙ্গলদীপ, উলুধ্বনি এবং শাঁখ বাজছে, বোনেরা একে একে ফোঁটা দিচ্ছেন। ফোঁটা যারা পাচ্ছে বৃক্ষ। রবিবার, কলাবনীর জঙ্গলে ঝাড়গ্ৰামের মহিলারা গাছকে ভাই হিসাবে ফোঁটা দিয়ে অরণ্য রক্ষার শপথ নিলেন। গাছেদের দীর্ঘায়ু কামনায় বলা হল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা।
ঝাড়গ্ৰামের জঙ্গল বন্যপ্রাণীদের আশ্রয়স্থল। মানুষের জীবনযাপন, সংস্কৃতির সঙ্গে জঙ্গল ওতোপ্রতোভাবে জড়িয়ে। ক্রমাগত বৃক্ষছেদনের জেরে বনভূমি হ্রাস পাচ্ছে। অরণ্য রক্ষায় ঝাড়গ্ৰাম শহরের মহিলারা এবার গাছকে ফোঁটা দিলেন। রবিবার জেলাজুড়ে উৎসাহের সঙ্গে ভাইফোঁটা উৎসব পালিত হয়েছে।
শর্মিষ্ঠা ঘোষ, বৈশাখী ধল, সুজাতা দাস, শুকন্তলা শীটরা অন্যভাবে ভাইফোঁটা পালন করেছেন। সকালে দল বেঁধে তাঁরা কলাবনীর জঙ্গলে যান। জঙ্গলের বেশ কয়েকটি শাল, পিয়াল গাছকে ভাইফোঁটা দেন। গাছের কাণ্ডে ভাতৃস্নেহে চন্দনের ফোঁটা দেওয়ার সঙ্গে ধান দূর্বা ছিটিয়ে দেন। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় যেমন ফোঁটা দেওয়া হয়, তেমনই গাছের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দিয়েছেন তাঁরা। অরণ্য রক্ষায় গাছকে ফোঁটা দিয়ে যেভাবে ভাইফোঁটা উৎসব পালন করা হল, তা অভিনব এবং প্রশংসার।