উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

চা বাগানের সমর্থন ধরে রাখতে জোড়াফুলের ভরসা রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক

November 5, 2024 | < 1 min read

চা বাগানের সমর্থন ধরে রাখতে জোড়াফুলের ভরসা রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক

চা বাগানের সমর্থন ধরে রাখতে জোড়াফুলের ভরসা রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে চা বাগানের আদিবাসী ভোট ধরে রাখতে তিনিই রাজ্যের শাসক দলকে আশা জোগাচ্ছেন। আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইকের ম্যাজিকই চা বলয়ে সাড়া ফেলবে বলে আশাবাদী তৃণমূল। মন্ত্রী স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং প্রার্থীদের নিয়ে বিভিন্ন চা বাগানে প্রতিনিয়ত প্রচার চালাচ্ছেন। ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি।

মাদারিহাট বিধানসভায় ২৪টি চা বাগান রয়েছে। পাঁচটি চা বাগান জলপাইগুড়ি জেলায় অন্তর্গত। আলিপুরদুয়ার জেলায় রয়েছে ১৯টি চা বাগান। এসব চা বাগানে একদা মনোজ টিগ্গা এবং জন বার্লার যথেষ্ট প্রভাব ছিল। মনোজ ও জন বার্লার লড়াইয়ে চা বাগানগুলোতে ক্রমশ শক্তি হারিয়েছে বিজেপি। বুলুচিক মন্ত্রী হওয়ার সুবাদে চা বলয়ে তৃণমূলের জমি শক্ত হয়েছে। মন্ত্রী যে চা বাগানেই প্রচারে যাচ্ছেন সেদিকেই ব্যাপক সাড়া ফেলছেন।

গত লোকসভা নির্বাচনে বুলুর নেতৃত্বেই মাল বাজারে ভালো ফল করেছে তৃণমূল। গত বিধানসভায় পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকলেও গত লোকসভা নির্বাচনে প্রায় বারো হাজার ভোটে লিড দেয় তৃণমূল। নাগরাকাটা বিধানসভাতেও তৃণমূলে লিড রয়েছে। চা বাগানে প্রচার সারার পর জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী মন্ত্রী। বাগান এলাকায় চা সুন্দরী প্রকল্প ও আদিবাসীদের পাট্টা দেওয়ায় রাজ্য সরকারের ভূমিকায় তাঁরা খুশি। মন্ত্রী আশাবাদী, এবার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়ী হবেন জোড়াফুল প্রার্থী। রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্পে খুশি আদিবাসী সমাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Tea Garden, #Tea Gardens, #bulu chik baraik

আরো দেখুন