বাগডোগরা বিমানবন্দরের নতুন নাম কী হতে চলেছে জানেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ এবং আধুনিকীকরণের কাজ শুরু হতেই বিমানবন্দরের ‘নতুন নাম’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতদিন ধরে এই বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর বলেই পরিচিত। সর্বত্র এটাই লেখা হয়। অর্থাৎ বাগডোগরায় অবস্থিত বলে এটা বাগডোগরা বিমানবন্দর। কিন্তু এবার সেই বিমানবন্দর একেবারে আন্তর্জাতিক মানের হতে চলেছে। সেক্ষেত্রে এবার সেই বিমানবন্দরের নাম নিয়ে চর্চা একেবারে তুঙ্গে।
এদিকে বণিকসভা সিআইআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনিয়ে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা চিঠি পাঠাবেন। বাগডোগরা বিমানবন্দরের নাম বদলের আবেদন জানিয়ে এই চিঠি পাঠানো হবে। এদিকে পর্যটন ব্যবসায়ীরাও চাইছেন বাগডোগরা বিমানবন্দরের নামের পরিবর্তন হোক।
তবে এই পরিবর্তনের সঙ্গে যাতে শিলিগুড়ি নামটা যুক্ত করা যায় সেব্যাপারেও আবেদন করা হবে। কারণ বাগডোগরা নিতান্তই একটা আঞ্চলিক নাম। তবে তার পরিসর অত্যন্ত স্বল্প। তবে শিলিগুড়ি নামটার সঙ্গে পরিচিত অনেকেই। সেক্ষেত্রে বাগডোগরা ঠিক কোথায় সেটা নিয়ে অনেকেরই বিভ্রান্তি থাকে। সেক্ষেত্রে নামের সঙ্গে শিলিগুড়ি থাকলে বোঝার সুবিধা হবে। তবে দার্জিলিং লিখলে আবার পাহাড়ের কোনও বিমানবন্দর বলে বিভ্রান্তি ছড়াতে পারে।
মূলত দুটি নাম নিয়ে জোর চর্চা হচ্ছে। একটা হল রবীন্দ্রনাথ ঠাকুর। আর অপরটি হল তেনজিং নোরগে। দার্জিলিং পাহাড়ের মংপু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। সেই বিষয়টিকে সামনে এনে রবীন্দ্রনাথের নামে করা যেতে পারে। অন্য়দিকে দার্জিলিংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগের নাম। তাঁকে স্মরণ করা যেতে পারে। তবে নিয়ম অনুসারে গোটা বিষয়টি নির্ভর করছে দিল্লির উপর।