দেখে নিন ভোডাফোন-আইডিয়া ‘V!’-এর সস্তার প্ল্যানগুলি
সোমবার তাঁদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করা হয়েছে। ‘V!‘ এই নামেই জিও-র সঙ্গে টক্কর দিতে চলেছে তারা।

জিও-র (Jio) ধাক্কায় ক্রমণ কোণঠাসা হয়েছে ভোডাফোন-আইডিয়া। সুপ্রিম কোর্টের রায়ে দেউলিয়া হওয়ার হাত থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছে একদা টেলিকম জায়ান্ট ভোডাফোন (Vodafone)। এরপরই বাজার ধরতে তেড়েফুড়ে মাঠে নামল দুই সংস্থা। সোমবার তাঁদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করা হয়েছে। ‘V!‘ এই নামেই জিও-র সঙ্গে টক্কর দিতে চলেছে তারা।
একটা সময় ভারতের বাজারে দাপট দেখিয়েছে ভোডাফোন। পরে জনপ্রিয় হয়ে উঠেছিল আইডিয়াও (!dea)। কিন্তু জিও বাজারে আসার পর থেকেই দুই সংস্থা বাজার হারাতে শুরু করে। অবশেষে দুই সংস্থা একে অপরের হাত ধরার ভাবনা চিন্তা করে। কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হয়নি এতদিন।
এ নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেছেন ভোডাফোন আইডিয়া’র CEO রবিন্দর টক্কর। তিনি জানিয়েছেন, “দু’বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম এই সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। দেশের এক নম্বর মোবাইল পরিষেবা সংস্থা হবে এই V!।” এদিন সংস্থার তরফে নতুন প্ল্যানেরও ঘোষণা করা হয়। নয়া সংস্থার নয়া প্ল্যান অনেকেরই মন কেড়েছে। যা দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, জিওকে এবার কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।
এক ঝলকে দেখে নিন Vi-এর নতুন প্ল্যান
- ২৪৯ টাকায় ২৮ দিনে মিলবে ১.৫ GB ইন্টারনেট (প্রতিদিন)।
- ২৯৯ টাকায় ২৮ দিনে মিলবে ২+২ GB ইন্টারনেট (প্রতিদিন)।
- ৩৯৯ টাকায় ৫৬ দিনে মিলবে ১.৫ GB ইন্টারনেট (প্রতিদিন)।
- ৫৯৯ টাকায় ৮৪ দিন মিলবে ১.৫ GB ইন্টারনেট।
- ১৪৯ টাকায় ২৮ দিনে মিলবে ২GB+ ৩০০ SMS।
- ৩৭৯ টাকায় পাওয়া যাবে ৬GB+ ১০০০ SMS ৮৪ দিনের জন্য।
- ২১৯ টাকা দিলে মিলবে ১ GB ২৮ দিনের জন্য।
- ৪৪৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ২+২ GB ইন্টারনেট ৫৬ দিনের জন্য
- ৬৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ২+২ GB ইন্টারনেট ৮৪ দিনের জন্য।
- ২৩৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ১.৫ GB ইন্টারনেট ৩৬৫ দিনের জন্য।
- এই প্রতিটি ক্ষেত্রেই টকটাইম মিলবে আনলিমিটেড।