পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

চন্দনগরের জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা

November 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চন্দননগর না কৃষ্ণনগর, কোথায় জগদ্ধাত্রী পুজো শুরু হয় তা নিয়ে বিতর্কের অন্ত নেই। সময়ের হাত ধরে চন্দননগরের বহু পুজোর বয়স শতাব্দী পার করেছে। কোনও পুজো অর্ধশতাব্দী ধরে চলছে। চন্দননগরের কেন্দ্রীয় পুজো কমিটির তত্ত্বাবধানে থাকা পাঁচটি পুজোর ৫০ বছরে পা। দু’টির বয়স ৭৫বছর। একটি ২৫ বছরের।

সোমবার কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে এবারের পুজোর বিশেষ দিকগুলি উল্লেখ করে পুস্তিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, বিখ্যাত পুজোর ততোধিক বিখ্যাত শোভাযাত্রাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘মোট ১৭৭টি পুজোর আয়োজন হচ্ছে। শোভাযাত্রা হবে ১১ নভেম্বর।

শোভাযাত্রায় অংশ নেওয়া পুজোর সংখ্যা গতবারের থেকে কিছু বেড়েছে। জগদ্ধাত্রী পুজো বিশ্বজুড়ে প্রচার পেয়েছে। দেশবিদেশের মানুষ শোভাযাত্রা দেখতে মুখিয়ে থাকেন। কিন্তু অনেকেই আসতে পারেন না। তাঁদের আমরা সামজিক মাধ্যম দিয়ে যুক্ত করে শোভাযাত্রা দেখার ব্যবস্থা করব।’ কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গিয়েছে, তাঁতিরবাগান চার ঠাকুরতলা, গঞ্জ শীতলাতলা, বাগবাজার বাবু পুকুরধার, নতুনপাড়া এবং ভদ্রেশ্বরের ১৫ পল্লি পুজো কমিটি এবার ৫০ বছরে পা রেখেছে। ৭৫ বছরের পুজো হবে বাগবাজার চৌমাথা ও বেশোহাটাতে আর ভদ্রেশ্বরের নবগ্রাম পুরশ্রীর পুজো ২৫ বছরে পা দিয়েছে।

সদ্য পেরিয়েছে বাঙালির পুজো মরশুম। কিন্তু চন্দননগর ও ভদ্রেশ্বরবাসীর জন্য মরশুম আরও লম্বা। কারণ জগদ্ধাত্রী পুজো। ছোট দুই শহর ইতিধ্যেই সুদৃশ্য তোরণে ঢাকা পড়েছে। বিভিন্ন মণ্ডপ সুসজ্জিত হয়ে উঠছে। জগদ্ধাত্রী প্রতিমা তাঁর বিরল রূপ ও বিরাট আকার নিয়ে সেজে উঠছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#procession, #Jagaddhatri Puja, #Chandanagar

আরো দেখুন