কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দলে এক নেতার মাথা ফাটানোর অভিযোগ ওঠল দলীয় কর্মীর বিরুদ্ধে

এর আগেও গত রবিবার কল্যাণী শহরে বিজেপির গোষ্ঠী কোন্দলে এক নেতার মাথা ফাটানোর অভিযোগ ওঠেছিল আরেক নেতার বিরুদ্ধে।

November 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পাল্টা শ্লীলতাহানির অভিযোগ দায়ের বিজেপি কর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তার ৩। জলের পাইপ ফাটা নিয়ে ঘটনার সূত্রপাত। তা মারধরে পৌঁছয়। এর আগেও গত রবিবার কল্যাণী শহরে বিজেপির গোষ্ঠী কোন্দলে এক নেতার মাথা ফাটানোর অভিযোগ ওঠেছিল আরেক নেতার বিরুদ্ধে।

দলের একাংশের কথায়, বিধায়ক গোষ্ঠী ও শহর নেতৃত্বের গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগেই রয়েছে। তার জেরেই এই ঘটনা। জানা গিয়েছে, সগুনার বিজেপি কর্মী রাজু পালের বাড়ির একটি পাইপ ফেটে বিপত্তি তৈরি হয়। বাড়ির আবর্জনার জল ওই ফেটে যাওয়া পাইপ থেকে বেরিয়ে রাস্তা নোংরা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। সেই পাইপ সারানোর কথা বলেন সগুনা পঞ্চায়েতের বিজেপির সদস্য তথা রাজুর প্রতিবেশী নিশিকান্ত মণ্ডল।

অভিযোগ, ফাটা পাইপ সারানোর কথা বলার পরেই শুরু হয় দু’জনের কথা কাটাকাটি। পরে তা হাতাহাতির পর্যায় পৌঁছয়। রাজুর আরও অভিযোগ, এরপর পঞ্চায়েত সদস্য নিশিকান্ত ভারী কিছু দিয়ে মেরে রাজুর মাথা ফাটিয়ে দেয়। পাল্টা অভিযোগ করেন নিশিকান্ত মণ্ডলও। তাঁর পরিবারকেও মারধর, এমনকী তাঁর স্ত্রীকে হেনস্তা করা হয় বলেও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen