হাসপাতালের মধ্যেই এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে

রবিবার সন্ধ্যায় হাসপাতালের ডিরেক্টর একটি পার্টি দিয়েছিলেন। হাসপাতাল চত্বরে আয়োজিত সেই পার্টিতে যোগ দেন তরুণী।

November 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাসপাতালের মধ্যেই এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল ওই হাসপাতালের ডিরেক্টরের বিরুদ্ধে। কয়েকমাস আগে কানপুরের কল্যাণপুরের ওই হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন ২২ বছরের ওই নার্স।

রবিবার সন্ধ্যায় হাসপাতালের ডিরেক্টর একটি পার্টি দিয়েছিলেন। হাসপাতাল চত্বরে আয়োজিত সেই পার্টিতে যোগ দেন তরুণী। অভিযোগ, পার্টির পর কিছু কাজকর্মের জন্য তাঁকে রাতে হাসপাতালেই থেকে যেতে বলেন ডিরেক্টর। এরপর মাঝরাতে তরুণীকে নিজের রুমে ডেকে পাঠান অভিযুক্ত। তরুণী রুমে ঢুকতেই তাঁকে জোর করে ভিতরে টেনে এনে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘক্ষণ আটকে রেখে ওই নার্সের উপর অত্যাচার চালানো হয়। এমনকী বিষয়টি জানাজানি হলে নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত ডিরেক্টর।

পরে পুলিসের দ্বারস্থ হন নির্যাতিতা। ওই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম, পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। অভিযোগকারী নার্সের শারীরিক পরীক্ষা করানোরও ব্যবস্থা করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর নির্যাতিতার গোপন জবানবন্দি সংগ্রহ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen