‘BJP কখনও সাধারণ মানুষের পাশে থাকে না’, হাড়োয়ায় উপনির্বাচনের সমাবেশ থেকে তোপ রাজ্যের মন্ত্রীর

বিজেপি শুধু মামলা করতে জানে, মানুষের পাশে থাকে না। হাড়োয়ায় উপনির্বাচনের এক সমাবেশ থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি।

November 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি শুধু মামলা করতে জানে, মানুষের পাশে থাকে না। হাড়োয়ায় উপনির্বাচনের এক সমাবেশ থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি।

হাড়োয়ায় বুধবার এক জনসভায় বক্তব্য রাখেন, ফিরহাদ হাকিম, সুজিত বসু-সহ তৃণমূলের নেতৃত্ব। ফিরহাদ হাকিম বলেন, সন্দেশখালিকে কলঙ্কিত করেছে বিজেপি। সন্দেশখালির মানুষের নামে কুৎসা রটিয়ে দেশবাসীর কাছে ভুল বার্তা দিয়েছে। সন্দেশখালির বাসিন্দা এক মহিলাকে প্রার্থী করলেও, তৃণমূল প্রার্থীর কাছ কয়েক লক্ষ ভোটে হেরেছে বিজেপি। বিজেপি হেরেই ক্ষান্ত হয়নি, প্রয়াত তৃণমূল সংসদের বিরুদ্ধে কোর্টে মামলাও করেছে। গেরুয়া শিবিরের লোকজন শুধু মামলাই করতে পারে, ওরা কখনও সাধারণ মানুষের পাশে থাকে না। হাড়োয়া কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামকে বিপুল ভোটে জেতানোর ডাক দেন ফিরহাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen