খেলা বিভাগে ফিরে যান

নদীয়াকে হারিয়ে সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন বর্ধমান

November 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার বীরভূমের সিউড়িতে নদীয়াকে পর্যুদস্ত করে সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্ধমান জেলা। গত দু’বার ফাইনালে পৌঁছেও ট্রফি জয়ের স্বপ্ন অধরা ছিল বর্ধমানের। এবার প্রথম খেলায় উত্তর ২৪ পরগণার কাছে হারের পর বাকি সবক’টি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল বর্ধমান। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ৪ উইকেটে ২৪৬ রানের বড় স্কোর খাড়া করে বর্ধমানের ছেলেরা।

নিখিল সিংহ মাত্র ৬৮ বলে ১৩৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। তাঁর ইনিংস ছিল ৪টি ওভার বাউন্ডারি ও ১৯টি বাউন্ডারিতে সাজানো। মোহিত রায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ১১.৪ ওভারে ৯ উইকেটে ৬৬ রান তোলে নদিয়া। বর্ধমানে আজাজ আনসারি ২০ রান দিয়ে ৩টি এবং আবির চট্টোপাধ্যায় ও সুমন দাস যথাক্রমে ৭ ও ১৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন। নদীয়ার বিশ্বজিৎ মণ্ডল সর্বোচ্চ ২৩ রান করেন।

খেলার শেষে দুই দলের হাতে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব নরেশ ওঝা সহ অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nadia, #CAB, #Burdwan, #T20I

আরো দেখুন