রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় মোট সুস্থ ১ লক্ষ ৫৪ হাজার

September 7, 2020 | 2 min read

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে বাংলায়। তবে সুস্থও হচ্ছেন বহু মানুষ। রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭ জন। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ছাড়াল। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮। বাংলায় কোভিড-১৯ এর কারণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৬২ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। রাজ্যে সক্রিয় করোনা রোগী ২৩ হাজার ২১৮।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ২৩ হাজার ৯৮৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকারি, বেসরকারি মিলিয়ে ৭১টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। চলতি সপ্তাহে ১টি ল্যাবে পরীক্ষা চালুর অনুমতি মিলেছে। এখনও ১টি ল্যাব অনুমতি অপেক্ষায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৬ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা ২১ লক্ষ ৫৮ হাজার ৬৯০। এর মধ্যে ৮.৩৭ শতাংশ ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য দপ্তরের এদিনের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় সুস্থতার হার ৮৫.১৯ শতাংশ। রাজ্যে ৯১টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। এর মধ্যে ৩৬টি সরকারি ও ৫৫টি বেসরকারি হাসপাতাল।

হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২ হাজার ৩৫৫টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১ হাজার ২৪৩টি। এছাড়া ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি শয্যায়৷ ২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে উত্তর ২৪ পরগনার ১০ জন, হাওড়ার ১০ জন, কলকাতার ৮ জন, দক্ষিণ ২৪ পরগনার ৫ জন, পূর্ব মেদিনীপুরের ৩ জন, দার্জিলিংয়ের ৩ জন, পশ্চিম বর্ধমানের ২ জন, কোচবিহারের ২ জন, আলিপুরদুয়ারের ২ জন, জলপাইগুড়ির ১ জন, নদিয়ার ১ জন, পুরুলিয়ার ১ জন, বাঁকুড়ার ১ জন, পূর্ব বর্ধমানের ১ জন, পশ্চিম মেদিনীপুরের ১ জন, ও হুগলির ১ জন রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Corona West Bengal

আরো দেখুন