কলকাতা বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ডে প্রতিবাদী বৃদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

November 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর ইস্যুতে জাস্টিস চেয়ে পথে নেমেছিলেন সমাজের বিভিন্নস্তরের মানুষ। মানববন্ধন থেকে দ্রোহের কার্নিভাল, রাত ও ভোর দখলের মতো বিভিন্ন কর্মসূচি হয়েছে এলাকায় এলাকায়। সেভাবেই বসিরহাট মহকুমার হাসনাবাদেও মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। তাতে সক্রিয়ভাবে শামিল হন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী পরিতোষ সরকার (৬৭)।

এহেন ‘প্রতিবাদী’রই চূড়ান্ত যৌন লালসার শিকার এক ষোড়শী। পড়শি মাধ্যমিক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ওই বৃদ্ধ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানা এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পরিতোষ সরকার (৬৭)। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Elderly man, #Rape, #Rape Case, #RG Kar case

আরো দেখুন