কলকাতা বিভাগে ফিরে যান

উপনির্বাচনের আগে বঙ্গে অশান্তির ছক? শনিবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল

November 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় উপনির্বাচন। আগামী ১৩ নভেম্বর বাংলার ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার আগে বাংলার সংশ্লিষ্ট বিধানসভা এলাকাগুলোকে অশান্ত করে তোলার ছক কষার অভিযোগ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মর্মে আগামীকাল শনিবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। উপনির্বাচনের প্রাক্কালে রাজ্যে অশান্তি ছড়ানোর অভিযোগের প্রেক্ষিতে, তাঁরা উদ্বেগের কথা তুলে ধরবেন কমিশনের সামনে। জানা যাচ্ছে, প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, লোকসভার সাংসদ কীর্তি আজাদ, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, সুস্মিতা দেব। কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁরা সাংবাদিক সম্মেলন করতে পারেন বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#By Election, #Tmc delegation, #West Bengal, #tmc, #Election Commission of India

আরো দেখুন