Breaking নরওয়েতে UN-এর লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন (UN Women) এর কাজে যোগদানের আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

১৭- ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে চলছে নরওয়ের রাজধানী অসলোতে।

November 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লিঙ্গ সমতার জন্য জাতিসংঘের সত্তাকে নরওয়েজিয়ান সরকারের সমর্থনের অংশ হিসেবেএবং নারীর ক্ষমতায়ন (ইউএন উইমেন) লিঙ্গ ও সমতা নিয়ে কাজ করে, ভারতে নরওয়ের দূতাবাস এবং UN উইমেন একটি ভারতীয় সাংসদ সদস্যদের জন্য একটি জ্ঞান বিনিময় সফরের আয়োজন করছে, যা ১৭- ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে চলছে নরওয়ের রাজধানী অসলোতে।

রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং ইউএন উইমেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালো।

এই জ্ঞান বিনিময় পরিদর্শন অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান, নীতি ও কর্মসূচির সাথে পরিচয় করিয়ে দেবে, নরওয়েতে যা লিঙ্গ সমতার প্রচারে অবদান রেখেছে। নারীর সমান অংশগ্রহণ এবং রাজনৈতিক ও জনজীবনে নেতৃত্ব অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই উন্নয়নের জন্য অপরিহার্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen