খেলা বিভাগে ফিরে যান

IND vs SA: কাজে এল না বরুণের পাঁচ উইকেট, ব্যাটিং ব্যর্থতায় জয়ে ফিরল প্রোটিয়ারা

November 10, 2024 | < 1 min read

বরুণ চক্রবর্তী (বিসিসিআই ছবি)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাজে এল না বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেটের দুরন্ত বোলিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ ভারতের টপ অর্ডার। ম্যাচের শুরুতেই মার্কো জানসেন তুলে নেন সঞ্জু স্যামসনকে (০)। ৪ রান করে ড্রেসিং রুমে ফিরে যান সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মাও। অক্ষর, তিলক, রিঙ্কু কেউই এদিন বড় ইনিংস খেলতে পারলেন না। ফলে পাওয়ার প্লে-তেই বেশ চাপে পড়ে যায় ভারত। এদিন ভারতের ভরসা ছিলেন শত যুদ্ধের নায়ক হার্দিক পাণ্ডিয়া। ৩৯ রান করে শেষ পর্যন্ত নট আউট থাকলেন তিনি। ২০ ওভার শেষে ৬ উইকেটে ভারত করে ১২৪ রান।

ভারতের স্বপ্ন ছিনিয়ে নিলেন ট্রিস্টান স্টাবস ও কোয়েটজে। ৭ উইকেট পড়ে যাওয়ার পরেও এদিন দুরন্ত ম্যাচ ফিনিশ করলেন স্টাবস। শেষ পর্যন্ত স্টাবস করলেন ৪৭ রান। ফলে ৬ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে জয়ে ফিরল প্রোটিয়ারা।  

TwitterFacebookWhatsAppEmailShare

#2nd T20I, #Varun Chakaravarthy, #Team India, #South Africa, #IND Vs SA

আরো দেখুন