কেরলে উপনির্বাচনে রাম-বাম সেটিং!

হস্পতিবার কেরল কংগ্রেসের টুইটার হ্যািন্ডেলে একটি ছবি পোস্ট করা হয়।

November 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ সিপিএম বলে তৃণমূলের সঙ্গে নাকি বিজেপির সেটিং। আবার কেরলের রাজনৈতিক আকাশে-বাতাসে ঘুরছে অন্যজ সেটিং। দক্ষিণী সেটিং হয়েছে বিজেপির সঙ্গে সিপিএমের, বলছে কংগ্রেস। এই কথা প্রতিটি প্রচার সভায় বলছেন ওয়ানাড়ের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী স্বয়ং। ব্যা খ্যাপও দিচ্ছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা। সরল অঙ্ক। বিজেপি কংগ্রেসের ভোট কাটবে। ফলে লাভ হবে সিপিএম-সহ বাম ও গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফের (LDF)। আর তাই নাকি একের পর এক দুর্নীতি মামলায় বেঁচে যাচ্ছেন সিপিএমের (CPIM) কেষ্ট-বিষ্টু নেতারা। সোনা পাচার কেলেঙ্কারিতে নাম উঠেছিল মুখ্যPমন্ত্রী বিজয়নের। তাঁর মেয়ে বীণা আবার ফেঁসেছেন তথ্যি-প্রযুক্তি সংস্থার দুর্নীতিতে। এমন করে সমবায় ব্যা ঙ্ক কেলেঙ্কারি বা অন্যা্ন্যে বহু কাণ্ডে কেরলের সিপিএম নেতাদের ধরা হচ্ছে না। কিন্তু দেশের দুই বিরোধী মুখ্যরমন্ত্রী জেলে। এই আবহেই কিন্তু এবারের প্রচার জমে উঠেছে কেরলে।

বৃহস্পতিবার কেরল কংগ্রেসের টুইটার হ্যািন্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে একটি ঝাণ্ডায় গেরুয়া রঙের উপর বিজেপির প্রতীক পদ্ম ও কমিউনিস্ট পার্টির প্রতীক লাল রঙে কাস্তে-হাতুড়ি রয়েছে। বাঁ-পাশে সবুজ রঙের উপর ইংরেজিতে লেখা ‘সি জে পি’, অর্থাৎ কমিউনিস্ট জনতা পার্টি। সঙ্গে ক্যাংপশনে লেখা ‘কমিউনিস্ট জনতা পার্টি (মোদিস্ট)।…এটি সংযুক্তি নাকি অধিগ্রহণ। একটাই শুধু প্রশ্ন।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen