রাজ্য বিভাগে ফিরে যান

রবিবার জমজমাট প্রচার হল মাদারিহাট ও সিতাইয়ে, তৃণমূলের হয়ে ধুন্ধুমার ব্যাটিং পাঠানের

November 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার উপ নির্বাচন। তার আগে শেষ রবিবার জমজমাট প্রচার হল মাদারিহাট ও সিতাইয়ে। রবিবার ঝটিকা সফরে দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে বিন্নাগুড়ি ও গয়েরকাটা বাজারে পদযাত্রা করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান। বিকেলে বীরপাড়ায় প্রার্থীর সমর্থনে রোড শো করেছেন তিনি। সাংসদের সঙ্গে ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক ও অন্যরা।

হাতের কাছে প্রাক্তন তারকাকে পেয়ে এদিন যুবক, যুবতীদের ভিড় আছড়ে পড়ে। রবিবার চা বাগানে ছুটির দিন হওয়ায় ইউসুফের পদযাত্রায় শামিল হন গয়েরকাটা, হলদিবাড়ি, বিন্নাগুড়ি ও আশপাশের চা বাগানগুলির শ্রমিকরাও।
কর্মসূচি শেষে সাংসদের মন্তব্য, বিজেপি যে উন্নয়ন করে না, এখানে এসে স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনারা ভূক্তভোগী। তাই এলাকার উন্নয়নের স্বার্থে এবার তৃণমূল প্রার্থীকে জিতিয়ে বিধানসভায় পাঠান।

তবে গয়েরকাটা ও বিন্নাগুড়ির পদযাত্রার ভিড়কে টেক্কা দিয়েছে বীরপাড়ার রোড শো। সেই জনজোয়ার দেখে দিনের শেষে তৃণমূল নেতৃত্বের মুখে চওড়া হাসি।

এদিন হুডখোলা জিপে বীরপাড়ার লংকা রোড, সুভাষপল্লি, কলেজপাড়া ও হাসপাতাল পাড়ায় রোড শো করেন ইউসুফ। তাঁর সঙ্গী ছিলেন দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ও জেলা সভাপতি প্রকাশচিক বরাইক। প্রাক্তন ক্রিকেটারকে দেখতে লংকা রোডের দু’পাশের বাড়ির ছাদেও ভিড় করে জনতা।

তবে, প্রচারের শেষদিন, সোমবার সিতাইয়ে ছক্কা হাঁকাতে আসছেন ইউসুফ। তিনি প্রায় ১৫ কিলোমিটার র্যারলি করবেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tmc, #By Election, #Yusuf Pathan

আরো দেখুন