উপনির্বাচনের শেষ প্রচারে জমজমাট নৈহাটি

বিকেলে মাঝিপাড়া ধরমপুর হস্টেল থেকে কাপা স্টেট ব্যাঙ্ক পর্যন্ত ৪ কিলোমিটার পথ অতিক্রম করে এই রোড শো।

November 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপনির্বাচনের আগে শেষ প্রচারে জমজমাট নৈহাটি। রবিবার নৈহাটিতে সব দলের প্রচার তুঙ্গে ওঠে। তৃণমূল প্রার্থী সনৎ দে-কে নিয়ে এদিন রোড শো করেন বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিকেলে মাঝিপাড়া ধরমপুর হস্টেল থেকে কাপা স্টেট ব্যাঙ্ক পর্যন্ত ৪ কিলোমিটার পথ অতিক্রম করে এই রোড শো। রাস্তার দু’পাশে মানুষের ভিড় উপচে পড়ে।

কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যে যোগ দেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভিড়ের চাপে এক সময় ব্যস্ত হরিণঘাটা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। হুডখোলা জিপে তৃণমূল প্রার্থী সনৎ দে, অরূপ বিশ্বাস, সায়ন্তিকা ছাড়াও ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। রোড শো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘কলকাতার তিন ক্লাবের কর্মকর্তা সনৎবাবুর যে প্রশংসা করেছেন, আমি মনে করি ঠিক করেছেন। সিপিএম তো মহাশূন্যে রয়েছে, তাদের সঙ্গে লড়তে গেলে মহাকাশে যেতে হবে।’

এদিন সকালের দিকে বাড়ি বাড়ি প্রচারেই জোর দিয়েছেন সব দলের প্রার্থী। বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে নৈহাটিতে চারটি পথসভা হয়। সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদারও সকালে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন। সন্ধ্যায় বামেদের সমর্থনে সভা হয়। তৃণমূলের বিশাল রোড শো ছাড়াও এদিন নৈহাটি বিধানসভা জুড়ে একাধিক সভা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen