১০ মাস ধরে সর্বশিক্ষা মিশন ও মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের ভাগের টাকা পাচ্ছে না রাজ্য

পুজোর ছুটির পর স্কুল খোলার পর অনেক স্কুলের তহবিলেই রোজের খচর চালানোর মতো টাকা নেই।

November 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১০ মাস ধরে সর্বশিক্ষা মিশন ও মিড ডে মিল প্রকল্পের খাতে টানা না পৌঁছনোয় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২০০ কোটি টাকা।

শনিবার ব্রাত্যবাবু অভিযোগ করে বলেছিলেন, কেন্দ্রের কাছে সর্বশিক্ষা মিশন ও মিড ডে মিলের ১২০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এটা টাকাটা ওনারা দিচ্ছেন না। এটা দুর্ভাগ্যজনক নয়, নিন্দনীয়। এই টাকা আমাদের ন্যায্য পাওনা। কেন্দ্র এই টাকা দিতে চুক্তিবদ্ধ। কিন্তু ১০ মাসের বেশি সময় ধরে এই টাকা আমরা পাচ্ছি না।’

এদিকে কেন্দ্র থেকে টাকা এসে না পৌঁছনোয় বেহাল দশা স্কুলগুলোর। পুজোর ছুটির পর স্কুল খোলার পর অনেক স্কুলের তহবিলেই রোজের খচর চালানোর মতো টাকা নেই। নেই চক – ডাস্টার কেনার টাকা। যার জেরে বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকরা। ওদিকে আবাস, ১০০ দিনের কাজের পর আরও একটি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্র – রাজ্য সংঘাতের আবহ নতুন করে তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen