উত্তর দিনাজপুরের করণদীঘিতে অকাল রাবণ বধ দেখতে জনজোয়ার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবছর করণদীঘিতে অসময়ে করা হয় রাবণ বধ। এবছরও কালীপুজো শেষে করণদিঘি কিষাণ মান্ডির মাঠে রাবণ বধ দেখতে উপস্থিত হয়েছিলেন প্রায় ২০ হাজার লোক। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র মা দুর্গার অকালবোধন করেছিলেন। দুর্গাপূজোর শেষে রাবণকে বধ করেই সহধর্মিনী সীতাকে উদ্ধার করেছিলেন তিনি। তারপর সীতাকে নিয়ে অযোধ্যায় যখন ফিরছিলেন তখন অযোধ্যাবাসী গোটা নগরী সাজিয়ে তুলেছিল দীপ মালায়। সেই থেকেই অমাবস্যার রাতে দশমী বা দশেরাতে প্রচলন হয় রাবণ বধ।
কিন্তু উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে অসময়ে শুধুমাত্র আতশবাজি প্রদর্শনের নামে পোড়ানো হলো রাবণের মূর্তিও।এছাড়াও থাকে লেজার শো ও জাগরণের গানের অনুষ্ঠান। রবিবার এই অকাল রাবণ বধের ছবি মোবাইলে তুলতে ভিড় থাকে নজর কাড়ার মত। এই অকাল রাবণ বধ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছিল।