নিজের সংসদীয় এলাকায় এবার এমপি কাপ টুর্নামেন্টের বদলে স্বাস্থ্য শিবির করছেন অভিষেক

চিকিৎসা পরিষেবায় বাড়তি নজর দেওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

November 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিকিৎসা পরিষেবায় বাড়তি নজর দেওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবারে এমপি কাপ টুর্নামেন্টের বদলে নিজের সংসদীয় এলাকা জুড়ে স্বাস্থ্য শিবিরের কথা বলেছেন তৃণমূল সেনাপতি। এই নিয়ে ডেডলাইনও বেঁধে দিয়েছেন অভিষেক। ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করে শিবির চালু করার কথা বলেছেন তিনি।

কিভাবে পরিষেবা দেওয়া হবে সেই স্বাস্থ্য শিবিরে? অভিষেক জানিয়েছেন, মোট ৩০ থেকে ৪৫ দিন ধরে স্বাস্থ্য শিবিরগুলি চলবে। সেনাপতির নির্দেশ গোটা ডায়মন্ড হারবার জুড়ে ৭ বিধানসভা কেন্দ্রে আড়াইশো থেকে ৩০০ স্বাস্থ্য শিবির খুলতে হবে। ৫০০ থেকে ৬০০ জন ডাক্তার পরিষেবা দেবেন। সবটাই হবে ফ্রি তে। কোনো টাকার দরকার হবে না। স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

সব কিছুর সুবন্দোবস্ত থাকবে নিখরচায়। থাকবে টেস্ট রুমও থাকবে। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষ ভালো চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও নিজের এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একাধিকবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন এই নেতা।

এদিকে সম্প্রতি হেল্প ডেস্ক চালু করেছেন তৃণমূল সাংসদ। এলাকার মানুষের কোথায় সমস্যা হচ্ছে তা জানার জন্য এই হেল্প ডেস্ক চালু করলেন অভিষেক। এই হেল্প ডেস্কের মাধ্যমে দলের নেতা কর্মীরা এলাকার সমস্যা জানতে পারবেন। হেল্প ডেস্ক রাখা থাকবে সাংসদ অফিসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen