দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনী লড়াইয়ে তৃণমূল সাংসদ, জেটলিপুত্রের বিরুদ্ধে কতটা জমবে দ্বৈরথ?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের পর এবার আরও এক ভোটের লড়াইতে নামতে চলেছেন বিশ্বজয়ী ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনে নির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংসদ কীর্তি আজাদ। আগামী ১৯ নভেম্বর ডিডিসিএ সভাপতির পদে লড়াইয়ের জন্য নমিনেশন জমা দেবেন বলে জানিয়েছেন কীর্তি।
জানা যাচ্ছে, ১৯ নভেম্বর মনোনয়ন জমা দেবেন তিনি। একাধিক পরিকল্পনা রয়েছে তাঁর। ন’টা আলাদা আলাদা অ্যাকাডেমির তৈরির পরিকল্পনা রয়েছে। ক্লাব ক্রিকেটকে আরও বেশি করে প্রমোট করতে চান তিনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে কীর্তি জানান, “অনেকেই আছেন যাঁরা বাইরে থেকে এখানকার স্কুল-কলেজে ভর্তি হয়ে যাচ্ছে। এখানে থাকছে। তার পর দিল্লি টিমে খেলার জন্য মনোনীত হয়ে যাচ্ছে। কিন্তু যাঁরা প্রকৃত দিল্লিবাসী তাঁদের মধ্যে থেকে প্রতিভা কোথায় উঠে আসছে? আমাদের সময়ে এখানেই প্রচুর প্রতিভাবান ক্রিকেটাররা থাকতেন। তা আবার ফিরিয়ে নিতে আসতে হবে।”
ওয়াকিবহাল মহালের ধারণা, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখনকার প্রেসিডেন্ট রোহন জেটলির বিরুদ্ধে আজাদের লড়াই কঠিন হবে। এখন দেখার, কার প্যানেলে কারা থাকেন। দিল্লির ক্রিকেট মহল মনে করছে, কীর্তি আজাদ প্রেসিডেন্ট পদে লড়ায়, ভোট জমজমাট হতে চলেছে।