বারুইপুর রাসমাঠে ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে, প্রধান আকর্ষণ সার্কাস
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বারুইপুর রাসমাঠে রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। রাসমাঠে একমাস ব্যাপী মেলা আর সার্কাস এর মুখ্য আকর্ষণ। এবার রাসের প্রধান আকর্ষণ রোলেক্স সার্কাস। শুক্রবার রাস মেলা শুরু। সে দিন সার্কাসও শুরু হবে। আধুনিক সার্কাসের দল যেমন আসে। তেমনই আসে পুরনো দিনের বিনোদনমূলক অনুষ্ঠানের দল। জমিদারি রীতি মেনে বসে তরজা গানের আসর, পুতুল নাচ হয় এখনও।
বৃন্দাবনে রাস উৎসব যে নিয়মরীতি মেনে হয় রায়চৌধুরীদের রাসও সে নিয়মেই হয়ে আসছে। এ বাড়ির ভিতর নাটমন্দির। সেখান থেকে রাধাকৃষ্ণকে দশজন বাহক কাঁধে তুলে শোভাযাত্রা করে নিয়ে আসেন রাসমঞ্চে।
আরও পড়ুন: আজ থেকেই শুরু কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসব
পুজোর পর বাজি ফাটানো হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। পরিবারের সদস্য অমিয়কৃষ্ণ রায়চৌধুরী বলেন, ‘জমিদারি চলে গিয়েছে। কিন্তু ইতিহ্য মেনেই বংশপরম্পরায় সব কিছু হচ্ছে।’ তিনি জানান, প্রথম দিন ঠাকুরের রাখাল বেশ। দ্বিতীয় দিন তিনি নটবর। তৃতীয় দিন রাজবেশ পরিয়ে রাস মাঠের রাসমঞ্চে নিয়ে আসা হয়। এখন মঞ্চ সাজিয়ে তোলার কাজ চলছে। গাছ-গাছালির দোকান থেকে জিলিপি-বাদাম, গৃহস্থালির সরঞ্জামের দোকান বসে। ইতিমধ্যেই দোকানপাট বসার প্রস্তুতি চলছে।