উপনির্বাচনেও সবুজ ঝড়ের ইঙ্গিত, কী বলছে ভোট পরবর্তী বিশ্লেষণ?

১৩ নভেম্বর রাজ্যের ছয় আসনে উপনির্বাচন হল।

November 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১৩ নভেম্বর রাজ্যের ছয় আসনে উপনির্বাচন হল। বিধানসভা কেন্দ্রগুলি হল নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই। বুথ ফেরত বিশ্লেষণে ইঙ্গিত মিলছে উপনির্বাচনেও সবুজ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ছ’টি আসনেই ফুটতে পারে জোড়াফুল।

মাদারিহাট আসনটি বিজেপির দখলে রয়েছে। চলতি বছরের লোকসভা ভোটের নিরিখে ১১,০৬৩ ভোটে পিছিয়ে আছে তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনের ২৯,৬৮৫ ভোটের ব্যবধানকে এগারো হাজারে কমিয়ে এনেছে জোড়াফুল শিবির। উপনির্বাচনে আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল।

সিতাইয়ে তৃণমূল কংগ্রেস ১০,১১২ ভোটে এগিয়ে রয়েছে বিজেপির থেকে। চলতি বছরের লোকসভা নির্বাচনে ২৮,৩৭৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। ভোটবাক্স খোলার সঙ্গে সঙ্গে ফের তৃণমূলের দখলে যেতে পারে আসনটি।

নৈহাটিতে তৃণমূলের দখলে, গত বিধানসভা ভোটের নিরিখে ১৮,৮৫৫ ভোটে এগিয়ে তৃণমূল। চব্বিশের লোকসভা ১৫,৫১৮ ভোটে এগিয়ে আছে তৃণমূল। এখানে ফের জোড়াফুল ফুটতে পারে বলে মনে করা হচ্ছে।

লোকসভা ভোটের নিরিখে হাড়োয়ায় ১,১০,৯৯১ ভোটে বিজেপির চেয়ে এগিয়ে তৃণমূল। হাড়োয়ার দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ, তারাও তৃণমূলের চেয়ে আশি হাজার ভোট পিছিয়ে। একুশের বিধানসভা নির্বাচনে ৮০,৯৭৮ ভোটে হাড়োয়ায় জয়ী হয়েছিল তৃণমূল। হাড়োয়ায় নিশ্চিতভাবে তৃণমূল জিততে পারে।

গত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে মেদিনীপুরে বিজেপির চেয়ে ২৪,৩৯৭ ভোটে এগিয়ে তৃণমূল। চব্বিশের লোকসভা ভোটে এই আসনে ২,১৭০ ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরেও জিততে পারে তৃণমূল।

একুশের বিধানসভার ফলাফলের নিরিখে তালড্যাংরায় পদ্ম শিবিরকে পিছনে ফেলে ১২,৩৭৭ ভোটে এগিয়ে তৃণমূল। লোকসভা ভোটের নিরিখে ৮,৪৮৩ ভোটে এগিয়ে তৃণমূল। এবারেও বাঁকুড়ার আসনটি দখলে রাখতে পারে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen