আজ থেকেই শুরু কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকেই শুরু হতে চলেছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসব। মদনমোহন মন্দিরে বিশেষ পুজো শেষে রাত ঠিক ৮টায় রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করবেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। এরপর রাত সাড়ে ৮টায় মন্দিরের গেট খুলে দিলেই সাধারণ ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। টানা ১৫ দিন ধরে মদনমোহন মন্দিরে চলবে রাস উৎসব।
বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে রাসচক্র স্থাপন করা হয়। ভাইফোঁটার পরের দিন বৈরাগী দিঘি থেকে দীর্ঘ একবছরের জলঘুম কাটিয়ে উঠে এসেছে রাসচক্রের খুঁটি। সেই খুঁটি পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠা করে তার উপরে রাসচক্রের বিরাট কাঠামো নির্মাণ করা হয়েছে। আলতাফ মিঁয়া অসুস্থ থাকায় এবার তাঁর ছেলে আমিনুর হোসেন রাসচক্র বানিয়েছেন। এদিকে, উত্থান একাদশী উপলক্ষ্যে দু’দিন আগেই ছোট মদনমোহনও শয্যা থেকে উঠেছেন। রাসযাত্রা উপলক্ষ্যে তিনি এখন মন্দিরের বারান্দায় অধিষ্ঠান করছেন। একবছর পর বাইরে আনা হয়েছে পিতলের তৈরি বিভিন্ন অবতারদের মূর্তি। তাঁদের সাজিয়েগুছিয়ে তোলা হচ্ছে। প্রাঙ্গণে পুতনার মডেল গড়ার কাজ প্রায় শেষ। তাতে রঙের প্রলেপ পড়ে বৃহস্পতিবার। মন্দির চত্বরে ম্যারাপ বাঁধার কাজ আগেই শেষ হয়েছে। সেখানে আগামী ১৫ দিন ধরে চলবে যাত্রা, কীর্তন, বাউল সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান।
আরও পড়ুন: বারুইপুর রাসমাঠে ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে, প্রধান আকর্ষণ সার্কাস
কোচবিহারে মদনমোহনের রাসযাত্রা উপলক্ষ্যে মন্দির প্রতিবছর নতুন করে সাজিয়ে তোলা হয়। এবারও সেভাবেই সবকিছু করা হয়েছে। মন্দিরের চারধার দিয়ে বিভিন্ন দেবদেবীর মডেল বসানো, রাজমাতা, ডাঙরআই সহ অন্যান্য মন্দিরের বিগ্রহ বসানো, আলো দিয়ে মন্দির সাজানো হয়েছে। মন্দিরের উল্টো দিকে থাকা বৈরাগী দিঘির ফোয়ারা এবার রাস উৎসবের সময় চলবে। তার ট্রায়াল হয়েছে। মন্দিরের সামনে সুসজ্জিত ফুটপাত, ঝাঁ চকচকে রাস্তা নির্মাণ করা হয়েছে। সেখান দিয়ে লাইন দিয়ে দোকান বসছে। কোচবিহারবাসীর কাছে এই উৎসব বড়ো আবেগের।