ফোকাল থিম কান্ট্রি জার্মানি, থাকছে না বাংলাদেশ? বইমেলা নিয়ে আর কী জানাল গিল্ড?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বইমেলায় প্রথমবার ফোকাল থিম কান্ট্রি হিসাবে অংশগ্রহণ করছে জার্মানি। আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা। এদিন সাংবাদিক সম্মেলন করেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, কলকাতায় জার্মান ভাইস কনসাল সিমোন ক্লাইনপাস। করুণাময়ীর কাছে বইমেলা প্রাঙ্গণে ২৮ জানুয়ারি বইমেলা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এবার বইমেলায় স্টল দেওয়ার জন্য প্রায় ১৩০০ প্রকাশক আবেদন করেছেন। গতবার আবেদন করেছিলেন ১২০০ প্রকাশক। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, গত বছর এক নম্বর গেটের কাছে রিং রোডের ওপর ছোট ছোট স্টল দেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণে এবার সেখানে স্টল দেওয়া সম্ভব হচ্ছে না। এবারেও ১০৫০ স্টল দেওয়া হয়েছে।
এবারের বইমেলায় কি বাংলাদেশের অংশগ্রহণ করছে? যে সমস্ত দেশ বইমেলায় অংশ নেয় তার মধ্যে অন্যতম ওপার বাংলা। বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড় থাকে। ওপার বাংলার বিভিন্ন লেখকরাও কলকাতায় আসেন। গিল্ডের সভাপতি জানান, “বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছি। উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে আমরা সরকারের মুখাপেক্ষী। তারা যা সিদ্ধান্ত নেবে, তাই মেনে পদক্ষেপ করা হবে।”