কলকাতা বিভাগে ফিরে যান

নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ২৩টি ইঞ্জিন, ঘরছাড়া ১৭ পরিবার

November 16, 2024 | < 1 min read

নিমতলা ঘাটের কাছে কাঠের গোলায় আগুন। ছবি: সংগৃহীত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিমতলা ঘাটের কাঠের গোলার আগুন এখনও জ্বলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে আনুমানিক রাত দেড়টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডের পাশে কাঠের গোলায় আগুন লাগে। আগে ২০টি দমকলের ইঞ্জিন এসেছিল আগুন নিয়ন্ত্রনে আনতে। তাতেও কাজ না হওয়ায় এখন আরও ৩টি দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়েছে বলে খবর মিলছে। মোট ২৩টি ইঞ্জিন কাজ করছে আগুন নেভাতে।

ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি ঘরহারাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। শুক্রবার রাত দেড়টা নাগাদ কাঠের গোলা থেকে আগুনের ফুলকি বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, রাতে আগুন লাগার পর তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফাটার কারণে ওই ভয়ঙ্কর অগ্নিকান্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nimtala Crematory, #Kolkata, #Fire, #Fire in Kolkata

আরো দেখুন