রেলের গাফিলতিতে ইউনেস্কোর হেরিটেজ তকমা হারাতে পারে দার্জিলিংয়ের টয়ট্রেন

১৪০ বছর পুরনো দেশের এই ঐতিহ্যকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ উঠেছে।

November 16, 2024 | 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দার্জিলিংয়ের টয়ট্রেন দেশের জন্য বয়ে আনতে পারে দুঃসংবাদ। যে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে দেশগুলোর কালঘাম ছুটে যায়, সেই হেরিটেজ তকমা খোয়াতে পারে টয়ট্রেন। ১৪০ বছর পুরনো দেশের এই ঐতিহ্যকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ উঠেছে।

এই আশঙ্কা আরও দানা বেঁধেছে ইউনেস্কোর তরফে দার্জিলিং হিমালয়ান রেলের (ডিএইচআর) কাছে একটি চিঠি আসার পর। তাতে সাফ জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে টয় ট্রেনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনও তথ্যই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিকে পাঠায়নি ভারতীয় রেলমন্ত্রক। তাছাড়া মাসের পর মাস ধরে বন্ধ রয়েছে এনজেপি-দার্জিলিং ট্রেন চলাচলও। হেরিটেজ মর্যাদা হারানোর জন্য এই দু’টি কারণ যথেষ্ট। রেলমন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই এক প্রতিনিধিদল পাঠিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছে ইউনেস্কো।

নর্থ ফন্ট্রিয়ার (এনএফ) রেলের অন্তর্গত ডিএইচআর। তাই এপ্রসঙ্গে এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিকিঞ্জল শর্মা শুক্রবার সকালে সাফ জানিয়েছেন, বিষয়টি নিয়ে রেল সত্যিই উদ্বিগ্ন। এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত যাতে সরাসরি টয় ট্রেন চলে, তার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ধসের কারণে বিধ্বস্ত ট্র্যাক মেরামতের কাজ চলছে। কবে থেকে ৮৪ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চলাচল নিয়মিত শুরু হবে, সেই সিদ্ধান্ত সম্ভবত আজ রাতেই জানা যেতে পারে। রাতে ফের ফোন করা হলে অবশ্য তিনি বলেন, ‘আরও একদিন অপেক্ষা করতে হবে। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের ট্রায়াল রান শেষ হয়েছে। এনজেপি থেকে কার্শিয়াংয়ের মাঝেও কয়েকটি স্টেশন পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। শনিবার দিনভর ফাইনাল ট্রায়ালের পর আশা করা যায় রবিবার অভীষ্ট সুখবর মিলবে। ফের এনজেপি থেকে সরাসরি যাবে কয়লা ও ডিজেল চালিত টয় ট্রেন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা আমরা রক্ষা করবই।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen