রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য সরকাররে চেষ্টায় খুলছে রানিগঞ্জের মঙ্গলপুর জুটমিল, প্রশংসা CITU-রও

November 16, 2024 | 2 min read

মঙ্গলপুর জুটমিল, ছবি সৌজন্যে: anandabazar

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রানিগঞ্জ শিল্পাঞ্চলে বন্ধ জুটমিল খুলে আসছে নতুন বিনিয়োগ। ফলে তৈরী হচ্ছে চার হাজার মানুষের কর্মসংস্থান।২০১১ সাল থেকে বন্ধ হয়ে যাওয়া রানিগঞ্জের মঙ্গলপুর জুটমিলটি খোলার খবরে তাই খুশির হাওয়া। রাজ্য সরকারের চেষ্টায় সম্প্রতি একটি বেসরকারি সংস্থা সেটি খুলতে আগ্রহ দেখিয়েছে। নতুন করে বিনিয়োগ করে কারখানা খুলতে চলেছে তারা। ১৫০ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই জুটমিল খুললে শিল্পাঞ্চলে নতুন শিল্প সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশায় সব পক্ষ। রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুও।

রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছে যে আগামী পয়লা ডিসেম্বর থেকেই এই কারখানাটি নতুন করে খুলছে। রাজ্য সরকার এই কারখানা খোলার বিষয়ে ক্রমাগত চেষ্টা করে গিয়েছে।

সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী জানিয়েছেন, এক্ষেত্রে রাজ্যে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। তারা বার বার জুটমিলটি খোলার ক্ষেত্রে সদর্থক চেষ্টা করেছে। সিটুর সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছে সরকারি উদ্যোগে। সিটুর তরফে সব রকম সহযোগিতা করা হবে।

১৯ নম্বর জাতীয় সড়কের পাশে মঙ্গলপুর শিল্পতালুকটিতে ওই জুটমিলটি একদা রমরমিয়ে চলত। কিন্তু নানা কারণে মিলটি ২০১১ সালে বন্ধ হয়ে যায়। কর্মহীন হন বহু মানুষ। এর পর রাজ্যের শ্রমদপ্তর ৮২৬ জন শ্রমিককে ভাতা দিতে শুরু করে।

বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে ফের জুটের ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। তারপর থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছে এই জুটমিলটি খোলার প্রস্তাব দেওয়া হয়। অবশেষে সেই উদ্যোগ সফল হয়েছে। কারখানা অধিগ্রহণ করে তা খুলতে তৎপর হয় একটি বেসরকারি সংস্থা। তারপরই সিটুর জেলা সম্পাদক, আইএনটিটিইউসির জেলা সভাপতি, সহ শ্রমিক নেতৃত্ব ও মালিক পক্ষকে নিয়ে বৈঠকে করে শ্রমদপ্তর। সিদ্ধান্ত হয়, ভাতা পাওয়া ৮২৬ জনকে প্রথম চাকরির প্রস্তাব দেওয়া হবে। তারপর নতুনদের চাকরি হবে।

প্রশাসনের দাবি, প্রায় চার হাজার কর্মসংস্থান হবে এই জুটমিলে। মিলটি খোলার আগে ঢালাও সংস্কারের কাজ করা হবে। প্রতিটি কাজেই শ্রমিক সংগঠনগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

জুটমিল খোলার খবরে খুশি রানিগঞ্জের সাধারণ মানুষও। এই জুটমিল যেহেতু মঙ্গলপুরের অন্যতম বড় কারখানা ছিল, নতুন করে তা খুললে এলাকার ব্যবসা বাণিজ্য বাড়বে। আর্থ-সামাজিক অবস্থার বদল ঘটবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#reopen, #raniganj, #Mangalpur Jute mill, #State Government

আরো দেখুন