ছয় জেলায় বন্ধ হল ইন্টারনেট, ইম্ফলে কার্ফিউ, আবার অশান্ত মণিপুর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হিংসার ঘটনা বাড়তেই শনিবার মনিপুরের ছয় জেলায় বন্ধ হল ইন্টারনেট। রাজ্যের রাজধানী ইম্ফলে জারি হল কার্ফিউ। গত কিছুদিন ধরে মণিপুরে নতুন করে হিংসার ঘটনার খবর পাওয়া গেছে। জিরিবাম জেলার তিনজন মেতেই মহিলার দেহ শুক্রবার অসমের শিলচরের মর্গে আনা হয়।
মেইতেই গোষ্ঠীর ছয় জন নিখোঁজ ছিলেন সোমবার থেকে। শুক্রবার রাতে বরাক নদীতে ভেসে থাকতে দেখা যায় তিনটি দেহ। উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তারপর শনিবার দুপুরে আরও তিনটি দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য শিলচরে পাঠানো হয়েছে সেই দেহগুলিকেও।
এর মধ্যেই একটি বিবৃতি জারি করে নিরাপত্তা বাহিনীকে মনিপুরে মুক্তহস্ত দিল কেন্দ্র।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েকদিন ধরে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। উভয় সম্প্রদায়ের সশস্ত্র দুষ্কৃতীরা সহিংসতায় লিপ্ত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানি হচ্ছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। (রাজ্যে) শান্তি ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে সমস্ত নিরাপত্তা বাহিনীকে। কেউ হিংসা ও বিশৃঙ্খার কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”