গার্হস্থ্য হিংসা নিয়ে কী ভাবেন ভারতের মহিলারা? বিস্ফোরক তথ্য সমীক্ষায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিনের পর দিন গার্হস্থ্য হিংসা বেড়েই চলেছে ভারতে। এ নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ দায়ের হয়। কিন্তু দেশের প্রত্যেক ১০০ জন মহিলার মধ্যে ৪৫ জনই মনে করেন, নানান কারণে স্বামী তাঁর স্ত্রীকে মারতে বা অত্যাচার করতে পারেন। এতে তাঁরা আপত্তির কিছু রয়েছে বলে মনে করেন না। অন্যদিকে, প্রতি একশো জন পুরুষের মধ্যে ৪৪ জন পুরুষ গার্হস্থ্য হিংসাকে অপরাধ বলতে রাজি নন। পঞ্চম জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষায় উঠে এসেছে এহেন তথ্য।
২০১৯-২১ সালের মধ্যে করা এই সমীক্ষায় স্ত্রী ও পরুষ দুপক্ষের থেকেই জানতে চাওয়া হয় স্ত্রীর উপর অত্যাচার করা ও মারধরের ঘটনাকে কি তাঁরা সমর্থন করেন? ৩০ শতাংশের বেশি পুরুষ ও মহিলা মনে করেন, স্বামী; স্ত্রীর উপর অত্যাচার চালাতেই পারেন। ১১শতাংশ মহিলা ও পুরুষ মনে করেন, স্ত্রী শারীরিক সম্পর্কে রাজি নাহলে মারধর ও অত্যাচার অপরাধ নয়।
সমীক্ষায় অনুযায়ী, গোটা দেশে সবচেয়ে বেশি অন্ধপ্রদেশের মহিলারা মনে করেন স্ত্রীর উপর অত্যাচার অপরাধ নয়। অন্ধপ্রদেশের ৮৩.৬ শতাংশ মহিলা গার্হস্থ্য হিংসাকে অন্যায় বলে মনে করেন না। বাংলায় সংখ্যাটা ৪১.৬ শতাংশ। দাদরা ও নগর হাভেলি ও দমন দিউয়ের মহিলারা সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসা বিরুদ্ধে মত দিয়েছেন। সেখানে মাত্র ৯.২ শতাংশ মহিলা মনে করেন গার্হস্থ্য হিংসা অপরাধ নয়।