গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়কাণ্ডে অভিযুক্তকে বিশেষ সংবর্ধনা পতিদার সম্প্রদায়ের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিলকিস বানোর ধর্ষকদের মালা পরানোর দৃশ্য দেখেছে গোটা দেশ, এবার মোরবিতে সেতু বিপর্যয়কাণ্ডে অভিযুক্তকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল মোদীরাজ্য গুজরাতে। গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়কাণ্ডে অভিযুক্ত জয়সুখ পটেলকে বিশেষ সংবর্ধনা দিল পতিদার সম্প্রদায়। এখন তিনি জামিনে মুক্ত। মোরবিতেই জয়সুখকে সম্মান দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সেতু ভেঙে মৃতদের পরিবার-পরিজনেরা। পতিদার সম্প্রদায়ের দাবি, নামী দেওয়াল ঘড়ি নির্মাতা সংস্থা অজন্তা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা লোকহিতৈষী ওআর পটেলের পুত্র হিসাবে সংবর্ধনা দেওয়া হয়েছে জয়সুখকে। উল্লেখ্য, ২০২২ সালে মোরবিতে ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন ১৩৫ জন।
শুক্রবার মোরবির কাছেই উমাশঙ্কর ধামে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসব ছিল। সেখানে মোদক দিয়ে জয়সুখের ওজন মাপা হয়েছে। সেই মোদক ৬০ হাজার বাক্সে ভরে বিলি করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন মোরবিকাণ্ডে মৃতদের পরিজনেরা। ২০২২ সালের ৩০ অক্টোবর মোরবিতে সেতু মাচ্চু নদীতে ভেঙে পড়েছিল, তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল জয়সুখের ওরেভা গোষ্ঠী। ওই ঘটনায় শিশু এবং মহিলা-সহ ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। আহত হন ৫৬ জন।
মোরবির ঘটনায় জয়সুখ-সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গুজরাত হাই কোর্ট জয়সুখের জামিনের আবেদন খারিজ করে। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। চলতি বছর ২২ মার্চ জয়সুখকে জামিন দেয় শীর্ষ আদালত। জামিনের শর্ত হিসাবে বিচার চলাকালীন জয়সুখকে মোরবিতে ঢুকতে বারণ করে নিম্ন আদালত। সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে সম্প্রতি। কলঙ্কিত ঘটনায় অভিযুক্ত এই শিল্পপতিকেই ঘটা করে সংবর্ধনা জানিয়েছে মোরবি জেলার পতিদার সম্প্রদায়। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিন্দায় ফেটে পড়েছেন নেটিজেনেরাও। মোরবির মৃত পরিবারের প্রতিনিধিত্বকারী সমিতির সদস্য নরেন্দ্র পারমার বলেন, “এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় যে, মোরবি ঝুলন্ত সেতু ভাঙার প্রধান অভিযুক্তকে এভাবে সম্মানিত করা হচ্ছে।”